হোমনায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি)বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

কুমিল্লা হোমনা

দৈনিক আজকের মেঘনা ডট কম স্টাফ রিপোর্টার সৈয়দ অানোয়ার,হোমনা,কুমিল্লা।
কুমিল্লার হোমনায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অাজ ১৬ মে-২০১৯ বৃহস্পতিবার, দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হোমনায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি)বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

সকাল সাড়ে ৯ টায় রেজিস্ট্রেশন শেষে উপজেলা নির্বাহী অফিসার অাজগর অালীর এর সভাপতিত্বে। কর্মশালার উদ্দেশ্য, পেক্ষাপট ও সরকারের উন্নয়ন বিষয়ক বিভিন্ন পরিকল্পনা বিশ্লেষন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন,জেলা শিক্ষা কর্মকর্তা অাঃ মজিদ, ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া।

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা কারিশমা অাহমেদ জাকসি ও পল্লি উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন।

উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি,মসজিদের ইমাম, নারী উদ্যোক্তা, সূধীজনের সমন্বয়ে গঠিত ১০ টি গ্রুপের মাধ্যমে মোট ৮০ জন প্রতিনিধি গ্রুপওয়ার্ক বিষয়ক নির্দেশনা বিশ্লেষন ও প্রশ্নত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *