হোমনায় সংসদ সদস্যের অর্থায়নে ৪’শ কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

হোমনা

খাদ্য উৎপাদন ব্যবস্থা অব্যহত রাখতে হবে।খদ্যনিরাপত্তার জন্য যা যা করার দরকার করতে হবে।কোন জমি পতিত থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনায় কুমিল্লার হোমনায় স্থানীয় সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে বৈশিক মহামারী(কোভিড-১৯) করোনা ভাইরাসের প্রভাবে খাদ্য সংকট মোকাবেলার লক্ষে ৪ শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।এতে ডেড়শ(৫০গ্রাম),ঝিঙগা(১০গ্রাম),চিচিঙগা(১০ গ্রাম),ধুন্দল(১০ গ্রাম), করোলা,(১০ গ্রাম) পুইশাক(১০০ গ্রাম)ও গিমা কলমি শাক(১০০গ্রাম) বীজ রয়েছে।
আজ রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীজবিতরণ কর্যক্রমের উদ্বোধন করেন,কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুক্তা আকতার এর সভাপতিত্বে
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা,
পৌর মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, আ’লীগের সাংগঠনিক সস্পাদক শাহিনুজ্জামান খোকন যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ,পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহাম্মদ জাকশি,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোতাহার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক সেক্রেটারী মনিরুজ্জামান মনির, তাঁতীলীগের সভাপতি মো.হারুন অর রশিদ ও ঘারমোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সহ দলী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.