ধর্ষণ মামলায় বরিশালের বাকেরগঞ্জের চার নাবালক শিশু অভিভাবকসহ হাইকোর্টে হাজির হয়েছেন। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে হাজির হয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি ও সংশ্লিষ্ট বিচারক।
এরইমধ্যে চার শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমার আবেদন করেছেন সংশ্লিষ্ট বিচারক।
প্রতিবেশী এক শিশুকে ধর্ষণের মামলা গ্রেফতার করা হয় চার নাবালক শিশুকে। যাদের বয়স দশ বছরের নীচে। আদালতে হাজিরের পর তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। সেই প্রতিবেদন দেখে বৃহস্পতিবার রাতে বসে হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশে ঐ রাতেই চার শিশুকে মুক্তি দেয়া হয়।