স্বর্নালী লোকসঙ্গীতের তালিমে উত্তীর্ণ হওয়ায় সুধী বিভিন্ন জনের অভিনন্দন।

দাউদকান্দি উপজেলা

লিটন সরকার বাদল,দাউদকান্দি, কুমিল্লা |
দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও ঐতিহ্যবাহী দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ সোহেল রানা’র একমাত্র সুযোগ্য কন্যা সাবিকুন নাহার স্বর্নালী, এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে বর্তমানে এইচএসসি(বিজ্ঞান) সমাপনী বর্ষে অধ্যায়নরত রাজধানী ঢাকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রুউফ কলেজে।

শৈশব থেকে অত্যন্ত মেধাবি স্বর্ণালীকে গানের নেশায় বিমোহিত করে,তখন থেকে পড়াশুনার পাশাপাশি সংগীতে মনোনিবেশ ও চর্চা করেন।

উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রোগ্রামগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গানও গেয়েছেন সাফল্যের সাথে।
গানের তাল, লয় সুর শিখে সংগীত ভুবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সম্প্রতি একটি লোকসঙ্গীতে তালিম নিতে ঢাকার “ছায়ানটে ” ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হোন সফলভাবে।

তার এসাফল্যে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.),দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী
লিলমিয়া, দাউদকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম লিপু মাস্টারসহ এলাকার সুধীজনেরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সাবিকুন নাহার স্বর্নালী জানান,তার ইচ্ছে সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়,পড়াশোনার পাশাপাশি সংগীতভুবনেও থিতু হবে। সে তার সকল শুভানুধ্যায়ীমহলে দোয়া চেয়েছেন -যেনো সে কৃতকার্যের সাথে সফল হতে পারে। দাউদকান্দি উপজেলাসহ দেশের সকল অসহায় মানুষের পাশে এসে তাদেরকে সেবা দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.