সৌদি জাহাজে হামলা, ইরানের নিন্দা
মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে সৌদি আরবের দুইটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ সোমবার (১৩ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ’র উপকুলে পারস্য উপসাগরে সৌদি আরবের ২টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।
তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়েছে মন্ত্রী বলেন, হামলায় তেলবাহী জাহাজ দুটি ক্ষতিগ্রস্থ হলেও এতে কেউ হতাহত হয়নি।
এদিকে সৌদি তেলবাহী জাহাজে হামলার ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি তদন্তের দাবি জানিয়েছে ইরান। সময় টিভি