সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে অর্ধশত ডেঙ্গু রোগী

স্বাস্থ্য

রাজধানীসহ সারাদেশেই ডেঙ্গু এখন একটি আতঙ্কের নাম। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেই কেউ ছুটছেন হাসপাতালে আবর কেউবা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। তবে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ফিভার ক্লিনিকে প্রতিদিন শনাক্ত হচ্ছেন ৫০ থেকে ৬০ জন ডেঙ্গু রোগী।

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ বেডের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছে ১১১ জন। ডেঙ্গুতে সব বয়সী মানুষ আক্রান্ত হলেও তরুণ এবং শিশুর সংখ্যাই বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০৪৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৩ জন ডেঙ্গু রোগী। সরকারি হিসেবে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা ৫ জন হলেও বেসরকারি হিসেবে মারা গেছেন ২২ জন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও আবাসিক চিকিৎসক ডা. মোস্তফা কামাল রউফ গণমাধ্যমকে বলেন, ডেঙ্গুর প্রচলিত সংকেতগুলো প্রকাশের ধরণ পরিবর্তিত হচ্ছে। এতে ডেঙ্গু রোগীর শারীরিক জটিলতা বাড়ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *