
দৈনিক আজকের মেঘনা ষ্টাফ রিপোর্টার ,লিটন সরকার বাদল,
দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর মডেল ইউনিয়ন পরিষদ, যেন লাল সবুজের সোনার বাংলা। ইউনিয়ন পরিষদ যেমন দেখতে সুন্দর পরিষদের কার্যক্রম ও সেবার মানও তেমন। এলাকায় মডেল ইউনিয়ন পরিষদ টি যেনো সাধারণ মানুষের আস্হার প্রতিক। দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলমের বিভিন্ন যোগউপযোগী কর্মকাণ্ডের জন্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপোক জনপ্রিয় হয়ে উঠেন। সুন্দুলপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রতিটি কার্যক্রমে চেয়ারম্যান মাসুদ আলম নিজে তদারকি করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
দাউদকান্দি – মেঘনা আসনের সাংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের অত্যন্ত প্রিয় ভাজন এই তরুণ জনপ্রিয় সাধারণ মানুষের মধ্যমনি মাসুদ আলম চেয়ারম্যান। শুধু তার ইউনিয়ন নয়, গোটা দাউদকান্দি উপজেলায় সুবিদ আলী ভূইয়ার এমপি ও মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের হাতকে শক্তিশালী করার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।