দাউদকান্দিতে কৃষকের ধান সংগ্রহ উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার করলেন কামরুল ইসলাম খান।

কুমিল্লা দাউদকান্দি উপজেলা

৪ এপ্রিল ২০২০, কুমিল্লার দাউদকান্দিতে সরকারিভাবে কৃষকদের থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুভ উদ্ভোধ করেন,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

উপজেলায় প্রতি কেজি ২৬ টাকায় ১ হাজার ৩৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
এ বছর উপজেলায় লটারির মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তালিকা ভূক্ত নামধারী কার্ডধারী কৃষকদের লটারির মাধ্যমে এধান ক্রয় করা হবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম বলেন, উপজেলায় কৃষকদের নাম নিবন্ধন করা অর্থাৎ কার্ডধারী কৃষকদের মাধ্যমে ধান বিক্রেতা নির্ধারণ করা হয়েছে। এ ধান ক্রয়ে আমরা ব্যপক সারাপেয়েছি।

উপজেলায় অ্যাপসের মাধ্যমে কৃষকদের মধ্য থেকে ধান বিক্রেতা নির্ধারণ করা হয়। প্রত্যেক ধান সরবরাহকারী কৃষক গুদামে ধান বুঝিয়ে দেয়ার পর চেকের মাধ্যমে ব্যাংক থেকে ধানের মূল্য তুলে নেবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার জামান,
দাউদকান্দি উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দাউদকান্দি খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক সমির চন্দ্র দেবনাথ, মোঃ পারভেজ আহম্মেদ ফারুক মেম্বারসহ আরও অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *