সুনামগঞ্জ পৌর শহরে মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষের মাঝে গত একমাস ধরে নিজ হাতে রান্না করা খাবার পৌছে দিলেন সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এড. শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী।
বুধবার গভীর রাতে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের
অলিগলিতে নিয়ে এস মানুষদের হাতে রান্না করা খাবার,পানি,কয়েল ও মশারী তুলে দেন তিনি।
অলিগলিতে নিয়ে এস মানুষদের হাতে রান্না করা খাবার,পানি,কয়েল ও মশারী তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাকে সভাপতি ফজলে রাব্বী স্মরণ,যুক্তরাজ্যে আওয়ামীলীস এর সভাপতি দিলোয়ার রহমান মুজিব,জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক অরুণ তালুকদার,জয়বাংলা ঐক্যজোটের সাধারন সম্পাদক তপন কর,জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদুর রহমান লিমন,কলেজ ছাত্রলেিগর সভাপতি মির্জা রাকিব আমহদ সুমন,সাবেক ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক রাসেল আহমদ,বাউল শিল্পী হিরামন,যান্ত্রিক দিলপি দাস প্রমুখ। পরে শিল্পীরা করোনা ভাইরাসে সবাইকে সতর্ক হওয়ার জন্য রাস্তায় দাড়িয়ে গান পরিবেশন করা হয়।