
“মুজিব বর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান”
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ মতে,তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ সফল করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ।
তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে সেই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আশ্রাফউজ্জামান ইমন,জাহিদ হাসান রুবেল,বিপ্লব হাসান ইমন,আহমেদ জুয়েল,আজিম হাসান অনি,রকিব রহমান,স্বাধীন,লিমন প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে ছাত্রলীগের বলেন নেতারা বলেন, মুজিববর্ষ উপলক্ষে এই কর্মসূচী পালন করেছি। পর্যায়ক্রমে পরিবেশের ভারসাম্য রক্ষায় উক্ত বৃক্ষরোপণ কার্যক্রম কর্মসূচি চলমান থাকবে।
জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাবে সর্বদা