সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলায় আকস্মিক বজ্রপাতে তিন ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকালে হাওড়ে ধানকাটার সময় বজ্রপাতে তারা মারা যান।
পুলিশ জানায়, জগন্নাথপুর উপজেলার হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরে গরু ছড়াতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। তার নাম মো. শিপন মিয়া। তিনি ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত তবারক উল্ল্যার ছেলে বলে জানা যায়।
এছাড়া, শাল্লা উপজেলার নারায়নপুর গ্রামে বাজারে যাওয়ার সময় বজ্রপাতে শংকর সরকার নামের এক যুবক নিহত হন।
অন্যদিকে, দিরাই উপজেলার উদগল হাওরে ধান কাটার সময় তাপস মিয়া নামের এক ধানকাটা শ্রমিক মারা যান। তার বাড়ি হবিগঞ্জের জলসুখা গ্রামে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, একে এম নজরুল হোসেন ও শাল্লা থানার ওসি মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।