নওগাঁর সাপাহারে ৩ টি মোটরসাইকেল সহ বাবু (২৭) ও রুমন (২৫) নামে আত্নঃজেলা চোর দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনাথ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার সন্ধ্যায় সাপাহার থানা চত্ত্বরে এক প্রেস বিফিংএ সহকারী পুলিশ সুপার বিনয় কুমার সাংবাদিকদের জানান, ৩০ জুলাই সাপাহার বাজার এলাকা হতে সাদেকুল ইসলাম নামে এক ব্যাক্তির বাজাজ সিটি ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় সাদেকুল ইসলাম বাদী হয়ে সাপাহার থানায় ২২ আগস্ট একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩১। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়ার নির্দেশনায় সংশ্লিষ্ট স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ পূর্বক সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমারের নের্তৃত্বে সাপাহার থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় তাদের দখল হতে ৩ টি ১০০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, ওসি তদন্ত আল মাহমুদ, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।