হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে মীনা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার শহীদুল আলম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার। আলোচনা সভা শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ ও এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।