সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুর ও অবমাননার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। সমাপনি বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক তাঁর বর্ণিল জীবন ও কর্মের কৃতিত্ব তুলে ধরে ভাস্কর্য ভাঙ্গচুর ও অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সভায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোরশেদ মঞ্জুর কবির লিটন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আল মাহমুদ, পরিবার পরিকল্পলা অফিসার আব্দুর রহমান, সাপাহার মডেল সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, জয়পুর সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কৃষি উপ-সহকারী অফিসার ওমর ফারুক, উপজেলা পরিষদের সিএ রাহাত চৌধুরী (মানিক) প্রমূখ।
এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ।