নওগাঁর সাপাহারে প্রাণীসম্পদ খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাণীসম্পদ অফিসের সহযোগীতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রাপ্ত অর্থ দ্বারা বন্যায় ক্ষতিগ্রস্থ প্রণীসম্পদ খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ কর্মসূচির আওতায় ১ শ ৯০ জন প্রাণীসম্পদ খামারীদের মাঝে ১০ কেজি করে গো খাদ্য প্যাকেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সকাল ১০ টায় নিজ অফিস কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ খেলোয়াড়দের মাঝে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।