নওগাঁর সাপাহারে দেড় কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার জয়দেবপুর গ্রামের মৃত আ: সামাদের ছেলে নাঈমুল হক (৩২) ও আইহাই দিঘীপাড়া গ্রামের আ: হামিদের ছেলে সেলিম (৩৩)।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার জবই বিল ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুল হক, আ: আলিম ও একরামুল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায়। এসময় ১ কেজি ৫ শ গ্রাম গাঁজা সহ তাদেরকে আটক করে পুলিশ।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর বৃহস্পতিবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।