সাপাহারে ঈদ উপলক্ষে নবীন ও প্রবীনদের শাড়ি-লুঙ্গী দিলো ইউপি সদস্য শাহরিয়ার

নওগাঁ
নওগাঁর সাপাহারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৫ শ’ নবীন ও প্রবীন ব্যাক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গী দিলেন ইউপি সদস্য ও যুবলীগ নেতা শাহরিয়ার সরদার বিদ্যুৎ।
বুধবার সকালে উপজেলার তিলনা ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহরিয়ার সরদার বিদ্যুৎ এর ব্যাক্তিগত উদ্যোগে চঁন্দুরা বাবুপুর গ্রামে ওই ইউনিয়নের ৫ শ’ নবীন ও প্রবীন নারী পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে ২ শ’ ৫০ টি শাড়ি এবং ২ শ’ ৫০ টি লুঙ্গী বিতরণ করা হয়।
ইউপি সদস্য শাহরিয়ার সরদার বলেন, করোনা পরিস্থিতি তে এলাকার নবীন ও প্রবীন ব্যাক্তিদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ উদ্যোগে ঈদ উপহার হিসেবে এ সব বিতরণ করা হয়।
এসময় ঈদ উপহার পাওয়া ব্যাক্তিদের মূখে খুশির ঝিলিক পরিলক্ষিত হয়। তারা ইউপি সদস্যের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.