সাধারণ ও দুস্থ মানুষের পাশে, প্রথম সাহায্যের হাত বাড়িয়েছেন,মো:রশিদ (মালোশিয়া) প্রবাসী

মেঘনা উপজেলা

১২ এপ্রিল ২০২০, কুমিল্লা মেঘনা উপজেলার শেখের গাঁও গ্রামে ৪০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।শেখের গাঁও গ্রামের মোঃরশিদ ,মালোশিয়া, (প্রবাসী)সহযোগিতায় এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। শেখের গাঁও গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সামগ্রী বিতরণ করেন।মো:আজিজুল, মো:মেহেদী(পাবেল),মোঃনাহিদ,মো:আনাছ,মো:ছাব্বির,মো:ফাহমিদ,মো: সাজীদ,মো:রিদয়,আরো অনেকে। করোনা ভাইরাসের প্রভাবে দৈনন্দিন কার্যক্রম বন্ধ হওয়ায় খাদ্য সংকটে থাকা ৭নং শেখের গাঁও ওয়ার্ডের ৪০ টি ( দরিদ্র – নিন্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্ত ) পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ৫ কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও ১ কেজি ডাল ) প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.