নারায়ণগঞ্জ (০৭ ফেব্রুয়ারি, ২০২০):
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যেকোন জাতির সমস্যা ও সংকটে সঠিক পথ দেখায় সাংবাদিক সমাজ। আমাদের মহান মুক্তিযুদ্ধে সাংবাদিকরা তাঁদের লেখনীর মাধ্যমে মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক জনতাকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল। একইভাবে নব্বইয়ের দশকেও স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গণমাধ্যম ও সাংবাদিক সমাজ। মোদ্দাকথা, সাংবাদিকরা জাতির বিবেক হিসাবে কাজ করে জাতিকে সদাজাগ্রত রাখতে সহায়তা করে।
প্রতিমন্ত্রী অাজ দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওস্থ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে জাতীয় প্রেসক্লাব আয়োজিত সাংবাদিক ও তাঁদের পরিবারবর্গের মিলনমেলা ‘ফ্যামিলি ডে ২০২০’ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দৈনিক ভোরের কাগজ এর সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থলে এলে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
(ফয়সল হাসান)
সিনিয়র তথ্য অফিসার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।