✍শ্রমিক দিবস
কাজী মারুফ
আন্তর্জাতিক শ্রমিক দিবস
বছর ঘুরে আসে
শ্রমিক নিয়ে বলবো কি আর
অশ্রু চোখে ভাসে!
রানা প্লাজায় শ্রমিক সহ
ভবন ধসে পড়ে
অশ্রুভেজা সেই ইতিহাস
ভুলবো কেমন করে??
চকবাজারে আগুন লেগে
পুড়লো কতো জনে
স্মৃতির পাতায় ভাসছে আজো
সব মানুষের মনে!
এফ আর টাওয়ার বনানীতে
শ্রমিক ছিলো কাজে
হঠাৎ করে নামলো আঁধার
ভবনেরই মাঝে।
বাঁচার লাগি ঝুঁকি নিয়ে
নামলো রশি ধরে
রশি ছিঁড়ে কেউবা আবার
মরলো নীচে পড়ে!
পঙ্গু হয়ে হাসপাতালে
হাজার শ্রমিক কাঁদে
কার বা তাতে কী আসে যায়
সবাই তো উন্মাদে!
মাথার ঘর্ম পায়ে ফেলে
সকাল সন্ধ্যা রাতে
কর্ম করে শ্রমিক ভাই’রা।
শক্ত দুটি হাতে।
রোদ-বৃষ্টি বন্যা খরায়
শত কষ্ট সয়ে
শ্রমিকেরা কী পেলো আজ
শ্রমের বিনিময়ে?