মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের প্রবাসীদের অর্থায়নে গ্রামের ৪টি কবরস্থানের সড়কে মাটিভরাট ও গার্ডওয়াল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পর্তুগাল প্রবাসী সমাজকর্মী তুরন খানের উদ্যোগে শিওরখাল গ্রামের প্রবাসীদের অর্থায়নে এসব উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এসব কাজের মধ্যে রয়েছে ৭শ ফুট সড়কে মাটিভরাট এবং ৬ফুট সড়কে গার্ডওয়াল নির্মাণ। এদিকে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে এসব কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গ্রামের পর্তুগাল প্রবাসী সমাজকর্মী তুরন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে শিওরখাল পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মনোহর খান, পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, হাজী নছিব উল্লাহ, হাজী ইসকন্দর আলী, মাওলানা ইউনুছ খান, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. ছমির আলী, হাজী সোনাওর খান, হাজী রুস্তম আলী, হাজী হিরণ খান, আপ্তাব উল্লাহ, আছলম খান, আব্দুস শহীদ খান, সমছু মিয়া, শিওরখাল পূর্বাশা যুব সংঘের কর্মকর্তা আফজল খান, সামসুল ইসলাম খান, হারুন খান, ইরণ খান, আব্দুশ শহীদ, মাসুকুর রহমান, জুবায়ের খান রাজু, কয়েস আহমদ, মো. তখলিছ মিয়া, ফুজায়েল খান সাজু, ইলু মিয়া, এনামুল হক, আবু বকর যাকারিয়া, নাজমুল ইসলাম প্রমুখ।