পহেলা জুলাই থেকে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

পহেলা জুলাই থেকে দেয়া হবে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট। শনিবার (১৮ মে) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাসপোর্ট অধিদফতর আয়োজিত ইফতার শেষে সময় সংবাদকে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ই-পাসপোর্ট প্রকল্পের বিষয়ে জার্মান প্রতিষ্ঠান আগামী ৩০ জুনের মধ্যে বাংলাদেশকে সবকিছু বুঝিয়ে দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সব প্রস্তুতি রয়েছে। ইনশাল্লাহ, আমরা আগামী জুলাই থেকে ই-পাসপোর্ট দেওয়া শুরু করব। সবাই অপেক্ষা করেন।’

জার্মানির কোম্পানি পাসপোর্ট তৈরি করবে, এতে তথ্যচুরির শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না। এরকম কোনো শঙ্কা নেই। যারা এরকম আশঙ্কা করে তারা অবান্তর চিন্তা থেকে এই ধারণা করেন।’

এর আগে, গত ১৬ মে ই-পাসপোর্টের কারিগরি সহায়তা কোম্পানি ভেরিডোস জিএমবিএইচ জার্মানির প্রতিনিধি এবং ই-পাসপোর্টের প্রকল্প পরিচালকের সঙ্গে ই-পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান। সেখানেই মূলত আগামী জুলাই থেকে ই-পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সূত্রে: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *