দৈনিক আজকের মেঘনা ডট কম, কক্সবাজারের টেকনাফে বিশেষ পদ্ধতিতে পেটের ভেতর করে ইয়াবা পাচারকালে তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বডার্র গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক রোহিঙ্গা নারীদের এক্সরে করে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোহিঙ্গা তিন নারী হলেন- টেকনাফের হ্নীলা আলীখালী এলাকার জাফর আহম্মদের স্ত্রী নূর হাওয়া (৩৫), মৃত মোহাম্মদ ছিদ্দিকের স্ত্রী জরিনা খাতুন (৩৫) ও উত্তর আলীখালী এলাকার জুবাইর হোসনের স্ত্রী সেতারা(৩০)।
আরো পড়ুনঃ ভাতা বাড়ছে মুক্তিযোদ্ধাদের
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কণের্ল মোহাম্মদ ফয়সল হাসান খান। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।
লে. কণের্ল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘কিছু নারী পেটের ভেতর করে ইয়াবা বহন করে পাচার করছে এমন গোপন সংবাদের খবর পেয়ে সোমবার রাতে টেকনাফের হোয়াইক্যং বিওপির চেকপোষ্টে যানবাহন তল্লাশী চালানো হয়। এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীকে সন্দেহ হলে তাদর নামিয়ে বিওপিতে কর্মরত বিজিবি নারী সদস্যদের মাধ্যমে তল্লাশী চালায়। এতে তিন নারীর পেটে ইয়াবা বড়ি থাকার বিষয়টি সন্দেহ হয়।
তিনি আরও বলেন, ‘এসব নারীদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্সরে করে কালো টেপ মোড়ানো অবস্থায় পেটের ভেতরে ইয়াবার সন্ধান পাওয়া যায়। এরপর নারীরা তাদের পেটে ইয়াবা বড়ি থাকার বিষয়টি স্বীকার করেন। পরে মলের মাধ্যমে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে