রেডিও চিলমারীর পক্ষ থেকে হ্যালো রেড ক্রিসেন্ট অনুষ্ঠানের পুরস্কার বিতরণ।

রংপুর বিভাগ কুড়িগ্রাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস এর সহযোগিতায় কুড়িগ্রাম জেলার কমিউনিটি রেডিও, রেডিও চিলমারীতে সম্প্রচারিত কল ইন লাইভ রেডিও শো ‘হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে’ অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তা হিসেবে বিজয়ী শ্রোতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে রেডিও চিলমারীর স্টুডিওতে মোট ৮ টি পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৮ জনের মধ্যে রেড ক্রিসেন্ট শ্রোতা ক্লাবের ৩ জন এবং সাধারণ শ্রোতা হলেন ৫ জন। বিজয়ীরা হলেন, ১. সুজন মোহন্ত, কুড়িগ্রাম, ২.এস এম আবদুস সামাদ, সাহেবের আলগা, উলিপুর,৩. মারিয়া আক্তার মিম, চিলমারী, ৪.মাধবী আক্তার, চিলমারী, ৫. রতন মিয়া, চিলমারী,৬. মাইদুল ইসলাম, চিলমারী,৭. মোশারফ হোসেন, পীরগাছা, রংপুর ( প্রতিবন্ধী) এবং ৮. মনিকা ইসলাম, থেত্রাই, উলিপুর। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে ১টি করে লাল রঙের আধুনিক রেডিও দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিকেশন ও ডিআরএম বিভাগ এর পরিচালক মোঃ বেলাল হোসেন, সহকারী পরিচালক এনায়েতুল্লাহ একরাম পলাশ এবং রেডিও চিলমারীর স্টেশন ইনচার্জ বশির আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে চলতি বছরের রেডিও শো “হ্যালো রেড ক্রিসেন্ট,আমরা শুনছি আপনাকে” অনুষ্ঠানটির শেষ পর্ব সরাসরি সম্প্রচারিত করা হয় । উল্লেখ্য, রেডিও শো “হ্যালো রেড ক্রিসেন্ট,আমরা শুনছি আপনাকে” বিগত কয়েক বছর ধরে ১০ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতিমাসে একবার করে এই অনুষ্ঠানটি সম্প্রাচারিত হয় রেডিও চিলমারীতে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস এর সহযোগিতায় কুড়িগ্রামে ১০৫ টি শ্রোতা ক্লাবে চর ও গ্রামীণ জীবনের সাধারণ মানুষ করোনা ভাইরাস সচেতনতাসহ বন্যা নদীভাঙন এবং প্রাকৃতিক দূর্যোগে করণীয়সহ নানা বিষয়ে প্রশ্ন করে সমস্যার সমাধান পান বিভিন্ন বিশেষজ্ঞ ব্যাক্তিদের কাছ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *