রাজধানীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাসির নামের একজন নিহত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বাড্ডার বৌ-বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ডিস ব্যবসায়ীর মোবাইল দিয়ে কল করে নাসিরকে বৌবাজার এলাকায় ডেকে নেয়া হয়। এরপরই স্থানীয় প্রভাবশালী ও মাদক ব্যবসায়ী ৫ থেকে ৭ জন অতর্কিত হামলা চালায় নাসিরের ওপর। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাসিরের শরীরে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায় হত্যাকাণ্ডের ঘটনায় আরিফ নামে মাদক মামলার একজন আসামিকে ধরা হয়েছে। এছাড়া নিহত নাসিরের নামেও স্থানীয় থানায় মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।