মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসা ২০১৯ সালে দাখিল জেডিসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সোমবার (২৮ অক্টোবর) সকালে মাদরাসার হল রুমে উপাধ্যক্ষ মাওলানা মুজিবুর হক অাল-কুতুবীর সভাপতিত্বে ও এবতেদায়ী জুনিয়র শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অাবু তাহের অালকাদেরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অারবী প্রভাষক নুরুল ইসলাম, বাংলা প্রভাষক নিজাম উদ্দীন, অারবী প্রভাষক এস.এম.মঈন উদ্দীন, ইতিহাস প্রভাষক কুতুব উদ্দিন, অারবী প্রভাষক মুহাম্মদ শরীফ, অারবী প্রভাষক দিলদার হোসাইন প্রমুখ।
অারো উপস্থিত ছিলেন, সহকারী মাওলানা অাবদুল কাদের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুহাম্মদ এয়াকুব, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সাইদুল অালম, সহকারী শিক্ষক মোজাহেদুল ইসলাম, এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক প্রমুখ।