রণসাজে কোন দিকে চীনের যুদ্ধজাহাজ?

বিশ্ব সংবাদ

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা নিয়ে চীন ও তাইওয়ানের মধ্যে দ্বন্দ্ব চলছে কয়েক দশক ধরে। এর মধ্যে তাইওয়ানের পেছনে সমর্থন যুগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে চীন চাইলেও তাইওয়ানকে কাবু করতে পারছে না।

 

সম্প্রতি হঠাৎ করেই ওই এলাকায় সামরিক সরঞ্জাম বাড়িয়েছে চীন। ফলে ফের উত্তেজনা তৈরি হয়েছে। তাইওয়ানে হামলার জন্য সাগরে মোতায়েন সামরিক ব্রিগেড দুটি থেকে বাড়িয়ে ছয়টিতে উন্নীত করেছে  চীন।

মার্কিন সামরিক গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।

চীনের সামরিক ক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা (ডিআইএ) দেশটির কংগ্রেসকে দেয়া এক প্রতিবেদনে জানিয়েছে, চীন তাইওয়ানের স্বাধীনতা বাতিল করে তাদেরকে মূল ভূখণ্ডের বাহিনীতে যোগ দিতে বাধ্য করবে।

প্রতিবেদনে বলা হচ্ছে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাইওয়ান প্রণালীতে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। তাছাড়া যদি প্রয়োজন পড়ে তাহলে তাইওয়ানের স্বাধীন সত্তা বাতিল করে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে।সূত্রে: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *