দৈনিক আজকের মেঘনা ডট কম, আখি আক্তার,
আজ গজারিয়ায় মেঘনা গোমতী সেতু বা নতুন ব্রীজ উদ্ভদন /চালু হওয়ার কিছু ক্ষন পরে যাত্রীবাহী বাসের চাপায় এক আট বছর শিশুর মৃত্যু হয়েছে। অজ্ঞাত শিশুটির নাম পরিচয় পাওয়া যায়নি।
সেতুটি উদ্বোধন করার পর দুপাশে অতিরিক্ত গতিবেগে গাড়ি চলাচল শুরু করে। ওই সময় শিশুটি রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল। অনিয়ন্ত্রিত গতিবেগ এর কারনে বাস চালক মেয়েটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
অশিক্ষিত অদক্ষ ড্রাইভার দের কারণে প্রতিদিন অসংখ্য মানুষ রোড এক্সিডেন্টে মারা যাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন।
সবাই এই মেয়েটির জন্য দোয়া করবেন আল্লাহ’তালা যেনো জান্নাত নসীব করেন
”আমীন”