ঢাকা (১৩ জুলাই, ২০২০): বরেণ্য শিল্পোদ্যোক্তা, দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে দেশ একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তাকে হারাল।স্বাধীনতা পরবর্তীকালে শিল্প ও সেবাখাতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তিনি ব্যাপক কর্মসংস্হান সৃষ্টি করেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্প বিকাশে মরহুম বাবুলের অবদান জাতি কৃতজ্ঞতাভরে স্মরণ করবে। উল্লেখ্য, শিল্পপতি নুরুল ইসলাম বাবুল (৭৪) আজ সোমবার বিকালে রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।