মোঃ শহীদুজ্জামান রনি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা মেঘনায় ১ মাসের মধ্যেই ৪ (চার) টি হারানো মোবাইল উদ্ধার ও মালিকের নিকট হস্তান্তর করেছে মেঘনা থানা পুলিশ। মেঘনা থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় এস.আই মোঃ সাইফুল ইসলাম এর প্রচেষ্টায় ১ মাসের মধ্যেই শাহপরান (২১), পিতা-মোঃ সাইফুল্লাহ, সাং-মির্জানগর, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা এর ১০/১০/২২ তারিখ হারানো মোবাইল Oppo A54, জিডি নং-৩৭২, তাং–১০/১০/২২ ইং মূলে, ২৩ দিনের মধ্যেই সাকাত হোসেন মেম্বার (৫১), পিতা-মৃত ফুল মিয়া, সাং-লক্ষণখোলা, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা এর ১৫/০৭/২২ ইং তারিখ হারানো মোবাইল Samsung A21s, জিডি নং-১০৫৬, তাং-২৮/১০/২২ ইং মূলে, ২০ দিনের মধ্যেই রাশেদা বেগম, স্বামী-জজ মিয়া, সাং-শিবনগর, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা এর ৩১/১০/২২ ইং তারিখ হারানো মোবাইল Oppo A16 জিডি নং-১১৭৭, তাং-৩১/১০/২২ ইং মূলে, ১৪ দিনের মধ্যেই মোঃ আলাউদ্দিন, পিতা-মোঃ গাজী, সাং-বৈদ্যনাথপুর, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা এর ০২/০৯/২২ ইং তারিখ হারানো মোবাইল Huawai Nove 3i জিডি নং-২৪৭, তাং-০৬/১১/২২ ইং। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমি উদ্দিন বলেন আমাদের থানায় যতগুলো সাধারণ ডায়েরী করা হয়েছে তার বেশির ভাগ মোবাইল আমরা ইতিমধ্যে উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছি আজও মোট ৪ (চার) টি হারানো মোবাইল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।