মুরাদনগরে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালেন এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন 

কুমিল্লা জাতীয়
দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে কুমিল্লার মুরাদনগরে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী নিয়ে উপজেলার ২২টি ইউনিয়নের ঘরের বাহিরে বের হতে না পেরে কর্মহীন হয়ে  যাওয়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২ হাজার দুই শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, পেয়াজ, আলু, তেল, লবন ও সাবান। পর্যায়ক্রমে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের পক্ষ থেকে কিছুদিনের মধ্যে পুরো উপজেলায় ১০ হাজার পরিবারকে এ সহায়তা প্রদান করা হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের পরিচালনায় আরো উপস্থিত  ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা,  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা স্বাস্থ্য পরিবার  পরিকল্পনা অফিসার মোহাম্মদ নাজমুল আলম, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ  একেএম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান  তালুকদার, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
ইতিপূর্বে উপজেলার ২২টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে তাদের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা মূলক পরামর্শ দিয়ে মাস্ক, সেনিট্যাইজার প্রদানসহ নিম্ন আয়ের সাধারণ মানুষের খাবার নিশ্চিত করতে প্রায় ২ কোটি টাকার একটি ফান্ড গঠন করেছেন এমপি ইউসুফ হারুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *