বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির ব্যানারে বৃহস্পতিবার প্রতিবাদ সভা করেছেন কুমিল্লার মেঘনা উপজেলা পরিবার কল্যাণ সহকারী পরিষদের সদস্যরা।
উপজেলা কার্যালয়ে ১৮,১০,১৯ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা পরিবার কল্যাণ পরিষদের সভাপতি সামসুন্নাহার।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শ্রেণি প্রথা উঠিয়ে দিলেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণির কর্মচারী হিসেবে পরিপত্র জারি অবমূল্যায়ণ করেছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক সুমী আক্তার একে অসম্মানজনক বলে অভিহিত করে এর তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জারি করা ওই পরিপত্র প্রত্যাহারের দাবি জানান।