শহীদুজ্জামান রনি কুমিল্লা মেঘনায় একদিনের রোবটিক্স বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা “ডিসি অফিস উপজেলা রোবটিক্স ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়। ৬ এপ্রিল, বুধবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, এর উদ্যেগে।আমরা মেঘনাবাসী সামাজিক সংগঠন এর সহযোগিতায়। ড্যাফোডিল গ্রুপের এর সৌজন্যে। মেঘনার বিভিন্ন স্কুলের ১০০ শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। বিশ্ব প্রতিনিয়ত প্রযুক্তিগত উন্নয়নে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়া বিশ্বের সাথে তাল মিলাতে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টির বিকল্প নেই৷ মেঘনার শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে ” “ডিসি অফিস উপজেলা রোবটিক্স ওয়ার্কশপ”এর এই আয়োজন। সমাপনী পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার। সহকারী কমিশনার (ভুমি) লিটন চন্দ্র দে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন। উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডাঃ জালাল হোসাইন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,এর কর্মকর্তা কর্মচারী প্রমুখ।