মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করে। দাবী সমূহের মধ্যে রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের পদনাম পরিবর্তন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ এর আয়োজনে। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সেলিম খান। উপস্থিত ছিলেন,উপ-সহকারী প্রকৌশলীসেুকুমার দত্ত।কার্য-সহকারী মোঃ আনোয়ার হোসেন। আরিফ হোসেন, সমির কুমার দাস প্রমুখ।