মেঘনায় একই পরিবারের চার সদস্য গুরুতর আহত।

বাংলাদেশ মেঘনা

দৈনিক আজকের মেঘনা ,মোঃ মিজানুর রহমান,বাংলাদেশ মানবাধিকার কমিশন (মেঘনা উপজেলা শাখার) সিনিয়র সহ সভাপতি সজিব খানের পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় তার পরিবারের ৪ জন সদস্য গুরুতর আহত হয়। উল্লেখ্য গত ১৪ই এপ্রিল রোববার বিকাল ৫ ঘটিকায় ( আনুমানিক) আছর নামাজ আদায় শেষে রাদানগর ইউনিয়নের মুগারচর গ্রামের মসজিদ থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে দারালো রাম দা, হকিস্টিক, লোহার রড, চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার পরিবারের ৪ জন সদস্য মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যালে প্রেরণ করে। তাদের মধ্যে একজনের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে অপারেশনের ব্যবস্থা করে, এবং যদি কোন সমস্যা না থাকে তাহলে ৩ মাস পর মাথার হার প্রতিস্থাপনের জন্য আরোও একটি অপারেশন লাগবে বলে জানায়। এখন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাছাড়াও অপর একজনের মাথায় ১২ টি সেলাই এবং অন্য একজনের ৬টি এবং তার দাদার (বয়স৭৫) মাথায় ৫ টি সেলাই হয়। . বাংলাদেশ মানবাধিকার কমিশন, মানবাধিকার কর্মী সজিব খানের পরিবারের উপর বর্বরোচিত হামলার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলার সাথে জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে মেঘনা উপজেলা প্রশাসনকে জোর অনুরোধ করছি। BHRC এই ধরনের ন্যক্কারজনক ঘটনার পূনরাবৃত্তি দেখতে চায়না।

his comment is here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *