মেঘনার ঈদ বাজার।

মেঘনা উপজেলা
দৈনিক আজকের মেঘনা ডট কম, স্টাফ রিপোর্টার বাঙ্গালী মুসলিম পরিবারদের প্রধানতম উৎসব ঈদ-উল ফিতর,আর এই ঈদকে সামনে রেখেই,মেঘনার প্রবাসে থাকা,বাংলাদেশ চাকুরি,দিন মুজুর থেকে শুরু করে বাঙ্গালীদের পাঠানো টাকায় জমে উঠেছে মেঘনার ঈদ বাজার।

ঈদু-উল-ফিতরকে সামনে রেখে জমতে শুরু করেছে মেঘনা উপজেলা মানিকাচর ঈদের বাজার।গত বৃহস্পতিবার ও শুক্রবার দেখা গেছে মানিকাচর বাজারে অভিজাত বিপণীবিতানগুলোতে ক্রেতাদের ভীড় ছিল লক্ষ্য করা মত।

মেঘনার ব্যাংক গুলোতে প্রচুর পরিমাণ প্রবাসীদের পাঠানো টাকা এসেছে বলে জানান প্রিমিয়াম ব্যাংকের ম্যানেজার শাহ্ আলম,কারন মেঘনায় অনেক প্রবাসী পরিবার।

মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের একটি হলো ঈদুল ফিতর।ঈদের আনন্দকে আরো আনন্দময় করে তুলতে নতুন জামা,জুতা ও কসমেটিকস কেনা আমাদের আরেকটি আনন্দের বিষয়।

ঈদুল ফিতর উপলক্ষে দেশী বিদেশী নতুন নতুন বাহারী পোশাকে সাজিয়ে বসেছে দোকানিরা। ঈদের বাকী আরো ১১/১২ দিন ইতিমধ্যেই জমে উঠেছে মেঘনার ঈদের বিভিন্ন মার্কেট গুলো।

বিশেষ করে ছেলে মেয়েদের পোশাক, কসমেটিকস ও জুতার দোকানগুলোতেই ক্রেতাদের বেশি ভীড় লক্ষ্য করামত।

মানিকাচর এনাম সুপার মার্কেট,আম্ভিয়া সুপার মার্কেট,আলবাহার সপিং কম্পেলেজ,সরকার মার্কেট,এবং চন্দনপুর বাজার, সেননগর বাজার ,রামপুর বাজার গতদিন গুলো চাইতে ক্রেতা উপস্থিত চোখে পড়ার মতো ।

পুরুষের চেয়ে নারী ক্রেতাদের সংখ্যাই বেশী লক্ষ্য করা যায়।কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, একটু আগে আগেই ঈদের কেনাকাটা শেষ করতে চান তারা।

আরো পড়ুনঃ মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু উদ্বোধন হলো আজ।

দর দামের বিষয়ে একেক জনের একেক রকম মতামত।তৈরি পোশাকের দোকান, জুতার দোকান,ক্রোকারিজের দোকানগুলোতেও ছুটছেন ক্রেতারা।
মানিকাচর বাজার,আম্ভিয়া সুপার মার্কেট ,এনাম সুপার মার্কেট ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায়,ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে দিন দিন। বিক্রি ভালো তাই খোশ মেজাজে থাকা দোকানীরা জানান,এবারের ঈদে তরুণীদের পছন্দ ইন্ডিয়ান পোষাক আর পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে জিন্স প্যান্ট ও পাঞ্জাবি লুুুঙ্গি।ঈদ উপলক্ষে নতুন মালে বোঝাই করেছেন দোকান।অধিকাংশ ক্রেতারাই কেনাকাটা করছেন।
তবে অনেকেই দরদাম যাচাই করে দামে না বনলে ঘুরে ফিরে দেখে চলে যাচ্ছেন।ক্রেতাদের কাছে আশানুরূপ বেচাকেনা হবে বলেই ধারণা ব্যাবসায়িদের।

প্রায় সকল মার্কেটেই অভিভাবকদের সাথে দেখা গেছে পরিবারের ছোট বড় সদস্যদেরও।এছাড়া মেঘনা উপজেলার বিভিন্ন বাজারে মার্কেটগুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার।

পবিত্র ঈদুল ফিতরের আগমনে নতুন পোষাক, জামা, জুতা, শাড়ি কসমেটিকসসহ গৃহস্থালির সামগ্রী বেঁচাকেনায় উৎসব মূখর পরিবেশ লক্ষ্য করা যায়।
জীবন ভরে উঠুক,হাসি আর খুশীতে,সুখ আর শান্তিতে ,ধনী গরিব সকলের মাঝে ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দের ধারা এমনটাই প্রত্যাশা দৈনিক আজকের মেঘনা ডট কম পরিবারের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.