তারুণ্যের গান কবি মু.আশরাফ কামাল।

কুমিল্লা মেঘনা
কবি মু.আশরাফ কামাল।

গাই তারুণ্যের-গান
যুগযুগ ধরে শত কষ্ট করে যারা
সভ্যতায় সাজালো বিশ্ব জাহান।
গাই সে তারুণ্যের গান।।

তারা সত্য নিষ্ঠ নীতিবান বলিষ্ঠ
সময়ের সাথে সত্যের পথে
তারা নির্ভীক বলিয়ান।
গাই তারুণ্যের গান।।

তাদের ত্যাগও শ্রমে এই ধরাধামে
এসেছে আজ শান্তির সাজ
কানন বানালো তপ্ত শ্মশান।
গাই তারুণ্যের গান।।

তারা দীপ্ত অরুণ চির ক্ষিপ্ত তরুণ
তারাই দামাল দেয়রে সামাল
সকল দ্বিধা পিছুটান।
গাই তারুণ্যের গান।।

তারা সোচ্চার রুখে সব অবিচার,
তারা সত্যের তরে সর্বদা লড়ে
উড়ায় বিজয় নিশান।
গাই তারুণ্যের গান।।

তারা বহমান নদী বহে নিরবধি
বাঁধাহীন গতিতে চলে এই ধরাতে
সত্য সুন্দরে করে আহবান।
গাই তারুণ্যের গান।।

তারা ঊষার গগনে স্নিগ্ধ কিরণে
ভরে বিশ্ব কাছে টানে নিঃস্ব
কুসুম সুভাসে ভরে প্রাণ।
গাই তারুণ্যের গান।।

মানবের হিত তরে সর্বদা যায় লড়ে
নিজেরে বিলায় বিনিময় না চায়
পরার্থে করে জীবন দান।
গাই তারুণ্যের গান।।

সৌরভ কুসুমের নাহি পিছু স্বার্থের
প্রেম আবেশে ভরে সুভাসে
চায় না কোন প্রতিদান।
গাই তারুণ্যের গান।।

তারা দেশ ও জাতির সদা সম্প্রীতি
উন্নত আশা জাতির সব ভরসা
তারা অগ্রগামী মহা ধাবমান।
গাই তারুণ্যের গান।।

অন্যায় আসে যত করেনা মাথা নত
তারা অকুতোভয় নেই সংশয়
শত বাঁধা ডিঙে আগোয়ান।
গাই তারুণ্যের গান।।

তারা দীপ্ত জয়শ্রীর উন্নত মহা বীর
তারা চির ক্ষুব্ধ করে সদা যুদ্ধ
করে সব অনাচার ম্লান।
গাই তারুণ্যের গান।।

তারা নিত্য-নিত্য সব আনে নতুনত্ব
স্বীয় প্রতিভায় এ বিশ্ব চালায়
নব যাত্রায় তাদের অবদান।
গাই তারুণ্যের গান।।

তারা সদা চির যৌবনা নয় আনমনা
হয় নাকো ক্লান্ত কভু ভারাক্রান্ত
ভালবাসে সকলে দেয় সম্মান।
গাই তারুণ্যের গান।।
(সংক্ষিপ্ত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *