মোঃ শহিদুজ্জামান রনি: সারা দেশের ন্যায় কুমিল্লা মেঘনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে দিনব্যপী বিভিন্ন কর্মসূচি অননুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যাস্তের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহ পতাকা বিধি অনুসরণ পূর্বক জাতীয় পতাকা অর্ধনমিত করন এর মাধ্যমে শুরু হয় দিবসটি। সকাল ৯ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের স্থাপনকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ। সকল মসজিদ মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা বাদ জোহর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোকচিত্র প্রদর্শনী, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা বইয়ের উপর কুইজ প্রতিযোগিতা, রচনা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, হামদ নাত, সকল দপ্তর ও সংস্থার কর্মকর্তা—কর্মচারীদের কালো বেজ ধারণ। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দোয়া মোনাজাত, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও দোয়া মাহফিল, সকল মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয় মোনাজাতে মধ্য দিয়ে যথাযথভাবে দিবসকে উদযাপন করা হয়। সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সেলিনা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার। মেঘনা উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তারের সভাপতিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ কামাল উদ্দিন, ডেপুটি কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম সহ উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা—কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষা্র্থী ও জনপ্রতিনিধি বৃন্দ।