মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতে (১০ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫টি ইউনিয়নের ১০ টি পূজা মন্ডপের পূজা কমিটির সভাপতি-সেক্রেটারী, ৫ ইউনিয়নের চেয়ারম্যান (স্থানীয় জনপ্রতিনিধি), মসজিদের ইমাম, উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী, মেঘনা থানা পুলিশ, আনসারসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুজব ছড়ানো থেকে বিরত থাকা, এবং সামাজিক সম্প্রীতি বজায় নিয়ে পূজা কমিটির সভাপতিসহ অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদানসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। মেঘনা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার এর সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, চন্দনপুর ইউনিয়ন চেয়ারম্যান এবাদত উল্ল্যাহ, বড়কান্দা ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, ভাওরখোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য ব্যাক্তি বর্গ প্রমুখ।