
মোঃ আলাউদ্দিন:কিছু দিন যাবত মেঘনায় আলোচনার কেন্দ্র বৃন্দুতে পরিনত হয়েছে মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজ নষ্ট হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখা।সাধারণ মানুষ চায় একটি সুষ্ঠ সমাধানের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করুক। যে যতটুকু অপরাধ করেছে সে অনুযায়ী আইনের আওতায় আসুক। অন্যদিকে নিজেদের অপক্রমকে আড়াল করতেই অধ্যক্ষের পদত্যাগ চায় বলে জানা যায়। এই বিষয়ে মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মুহাম্মদ আব্দুর রউফ এর সাথে কথা বললে তিনি বলেন অভিযুক্তরা মোজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের কোমলমতি বর্তমান ছাত্র-ছাত্রী এবং প্রতিষ্ঠান পাগল সাবেক ছাত্র-ছাত্রী এবং প্রতিষ্ঠানের অভিভাবক সহ শুভাকাঙ্ক্ষীদের কে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে পদত্যাগের দাবি তুলে তাদের অনিয়ম আর দুর্নীতিকে আড়াল করার জন্য ষড়যন্ত্রমূলক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ বিষয়টি আমি বর্তমান সভাপতি মেঘনা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করেছি। আমি বর্তমানে অসুস্থ হয়ে ঢাকাতে চিকিৎসাধীন আছি,আপনার মাধ্যমে মুজাফফর আলী হাই স্কুলের কলেজের ছাত্র-ছাত্রী ,অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রকৃত সত্য ঘটনা তুলে ধরে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। আমি যদি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতি করে থাকি তা যদি প্রমাণিত হয়,তাহলে আমার বিরুদ্ধে যে ধরনের আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে আমি তা মাথা পেতে নেব কিন্তু অহেতুক এবং মিথ্যা অপবাদ নিয়ে আমি পদত্যাগ করতে চাই না। প্রকৃত সত্য উদঘাটনের পর আমি প্রতিষ্ঠান প্রেমী ছাত্র-ছাত্রী অভিভাবক শুভাকাঙ্ক্ষী ও এলাকার সুধীজনদের জানিয়ে বিধি মোতাবেক প্রতিষ্ঠান ত্যাগ করব ইনশাআল্লাহ।বিস্তারিত আসছে আপনাদের সহযোগিতা কামনা করি।