মেঘনায় গৃহ ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মেঘনা

মোঃ শহিদুজ্জামান রনি:সারাদেশের ন্যায় কুমিল্লা মেঘনাকে আগামী ৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালী গৃহ ও ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আক্তার। গতকাল ৫ আগষ্ট শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা কনফারেন্স রুমে এ ব্রিফিং করা হয় । উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আক্তার বলেন, উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ২৩২ জন উপকারভোগীর মধ্যে শেষ ধাপে ৬৯ জন উপকারভোগীদের মাঝে সাবকবলা দলিল সহ ঘর ও ভূমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়মা রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান শিকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *