কুমিল্লার মেঘনা উপজেলা করুনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, গত রবিবার দিবাগত রাতে লুটেরচর গ্রামের মকবুল হোসেন (৫৫) পিতা জিলানী, একজন রোগীকে অজ্ঞান অবস্থায় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক, প্রাথমিক চিকিৎসা দিয়ে, অ্যাম্বুলেন্স এর মাধ্যমে ঢাকা মেডিক্যালে রেফার করে, রাতেই রোগীটা মারা যায়, পরবর্তীতে করোনা পরীক্ষা করে দেখা যায় রোগীটা করোনা পজিটিভ ছিলো। তাকে ঢাকার একটি গোরস্থানে দাফন করা হয়ছে, বিষয়টি উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার নিশ্চিত করলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ জালাল হোসেন, উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায়, উপজেলা এসিল্যান্ড কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, মেঘনা থানা অফিসার ইনচার্জ জনাব আব্দুল মজিদ, সহ আরো অনেকেই ওখানে যান, গিয়ে ওই বাড়ি সহ ওনার সাথে চলাফেরার করা কিছু লোকের ঘর লকডাউন করে রাখা হয় এবং মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও একজন (সাকম) এবং যে এম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছিল ওই এম্বুলেন্সের ড্রাইভার সহ তিনজনকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে, এবং স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স অনেকের চেকআপের জন্য স্যাম্পল নেওয়া হয়েছে,
সবাইকে সতর্ক ও সাবধানতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে। সেই সাথে করোনার লক্ষণ দেখা দিলে ভয় বা আতংকিত না হয়ে উপজেলার হটলাইনে ফোন করুন।
“ঘরে থাকুন, নিরাপদে থাকুন”