মুরাদনগরে কৃষক সম্মেলন অনুষ্ঠিত!

কুমিল্লা বাংলাদেশ

মোঃ রাসেল মিয়া,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
‘‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’’ এই স্লোগানকে সামনে রেখে প্রান্তিক চাষীদের প্রযুক্তিগত উন্নয়ন ও কৃষি কার্যক্রম সহজি করণের লক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধনীরামপুর বাজার ঈদগাহ্ মাঠে সদর ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য আক্তার হোসেন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।

উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বাকীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ম. রুহুল আমিন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগের সহ-সভাপতি আহসান হাবীব শামীম, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কামাল খন্দকার, যুগ্ম আহ্বায়ক মো: হাসান, আ’লীগ নেতা সফিউল্লাহ ভূইয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ নাহিদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব সেলিম সরকার, যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন বেলাল, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল কবির, ইউপি সচিব রফিকুল ইসলাম, আবদুল হাকিম, ইউপি সদস্য মনিরুজ্জামান, ইদ্রিস মিয়া,নজরুল ইসলাম, কামরুল হাসান ফারুক, উপজেলা কৃষকলীগের সদস্য ছবির আহাম্মেদ, সাইদুর রহমান, কামাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ, আসলাম কবির, সুধীর চন্দ্র মন্ডলসহ সদর ইউনিয়নের কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *