মেঘনায় এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মিথ্যা খবর প্রচার

Uncategories জাতীয় বাংলাদেশ মেঘনা উপজেলা

দৈনিক আজকের মেঘনা:কুমিল্লার মেঘনা উপজেলার কাঁন্দারগাও মুজাফফর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৫ নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবরটি একটি মিথ্যা প্রচারণা বলে জানা গেছে। রবিবার (৩ নভেম্বর) ‘মেঘনা টাইমস’ নামে একটি ফেসবুক পেইজ থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রকাশ করা হয়, যা দ্রুত স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবেদনটিতে দাবি করা হয় যে, গনিত পরীক্ষার প্রশ্নপত্র ৩ নভেম্বরের পরীক্ষার ৩/৪ দিন আগে থেকেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গিয়েছে। উল্লেখযোগ্য যে, ভুয়া এই প্রতিবেদনটিতে পরীক্ষার সাল হিসেবে ২০২৩ উল্লেখ করা হয়েছে, যা আরও সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

তবে বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রউফ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে তিনি জানান, “এই প্রতিবেদনের সঙ্গে আজকের পরীক্ষার প্রশ্নপত্রের কোনো মিল নেই এবং আমাকে ফোনেও কেউ যোগাযোগ করেনি।” তিনি আরও বলেন, এ ধরনের মিথ্যা প্রচারণা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

এদিকে মেঘনা টাইমস কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আমাদের এই প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলতে সক্ষম হননি। অন্যদিকে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দূর করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন অনেকেই। তাদের মতে, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে এ ধরনের ভিত্তিহীন তথ্য ছড়ানো শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেনু দাস আমাদের এই প্রতিনিধিকে বলেন, “তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়া শিক্ষার্থীদের স্বার্থে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.