মোঃ আলাউদ্দিন :কুমিল্লার মেঘনায় আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের পক্ষ থেকে গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছেন।
আজ (২৪ আগস্ট) বিকাল চার ঘটিকায় ১০নং কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্নে মেঘনায় সামাজিক কাজে দীর্ঘ দিনের পরিচিত মুখ সামাজিক সংগঠন আদর্শ মেঘনা পরিবারের পক্ষ থেকে কান্দারগাঁও গ্রামের গৃহহীন মোঃ রমজান মিয়া’র পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ঘর হস্তান্ত করা হয়েছে। সরজমিন গিয়ে জানা যায় ঘর না থাকায় রমজান মিয়া দীর্ঘ দিন ধরে ভাড়া বাসায় থাকতেন অভাবের সংসার হওয়ায় গৃহ নির্মান করতে পারে নাই।
আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উপদেষ্টা স্কোয়াড্রন লিডার (অবঃ) কিবরিয়া আব্বাসীর সভাপতিত্বে ও আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গাফ্ফারের সঞ্চালনায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উপদেষ্টা ও আইনজীবী মোঃ জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.স.ম মোঃ শিবলী রেজা,
আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য, মোঃ রিপন সরকার (আমেরিকা প্রবাসী), সংগঠনের সভাপতি মোসাঃ নাসরিন সুলতানা,
বিভিন্ন শ্রেণির পেশার মানুষ প্রমুখ।