কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।গতকাল শনিবার ভাওরখোলা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলমের সভাপতিত্বে ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির,সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ সালাম, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার জহিরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল গাফফার, যুগ্ম সম্পাদক শফিক মৃধা, আব্দুল আল বাকী শামিম, সহ সভাপতি আব্দুল মালেক আখন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ৮ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ পরে বৃক্ষ রোপণ করেন।