মেঘনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পর্যবেক্ষণে ইউএনও

কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মেঘনা

মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় আগুনে ক্ষতিগ্রস্ত ১টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার । মঙ্গলবার (১৫ আগষ্ট) চালিভাঙ্গা ইউনিয়নের নলচর দক্ষিণপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবার সোলাইমান বাব‘ুর স্ত্রী হাজেরা বেগম এর হাতে তাৎক্ষণিক কিছু সহায়তা প্রদান করেন। সোমবার (১৪ই আগষ্ট) আনুমানিক বিকাল সাড়ে চার ঘটিকায় এ ঘটনা ঘটে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইউএনও ঘটনার পরেরদিন (১৫ আগষ্ট) জাতীয় প্রোগ্রাম এর কর্মসূচি শেষ করে বিকেল তিন ঘটিকায় সরে জমিনে গিয়ে ঘটনা পর্যবেক্ষণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম খান বলেন, আমরা যাচাই—বাছাই কেও দেখেছি, পুড়ে যাওয়া ঘরটি টিন ও কাঠের চৌচালা ঘর, আসবাবপত্র, নগদ পাঁচ থেকে সাত হাজার টাকা, গুরুত্বপূর্ণ দলিলাদিসহ প্রায় ১০ লক্ষ টাকার অতি সাধন হয়। ূউপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার বলেন ঘটনা জানার পরে আমি ও আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পর্যবেক্ষণ করি ও তাৎক্ষণিক কিছু সহায়তা প্রদান করি, আমি ইতিমধ্যে মহাকালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মহাপরিচালক, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তার কাছে টিন ও নগদ আর্থিক সহায়তা প্রদানের সুপারিশের লিখিত আবেদন করেছি। এবং আমাদের উপজেলা চেয়ারম্যানের নিজ তহবিল থেকে ১০ হাজার টাকা ঘোষণা করেছেন আমরা এটা খুব শীঘ্রই ক্ষতিস্ত্রকে ডেকে এনে টাকাটা দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *