আমি হতে চাই উন্মাদ!
তোমার প্রেমে মত্ত মাতাল।
আমি হতে চাই উন্মাদ!।।
তোমার নামের প্রেমের সুধা-
ভরা পিয়ালা,
পান করে মিটাবো সকল জ্বালা,
উতালা সকাল সন্ধ্যা বিকাল।।
আমি হতে চাই,উন্মাদ!
তোমার প্রেমে মত্ত মাতাল।
আমি বিন্দুজল সিন্ধুতে মিশিব,
মহা অতল স্বীয় নাম ধরিব।
আমি মনসুর হাল্লাজ ন্যায়-
সত্যময় হয়ে আপন তালে-
বাজাব স্রষ্টার তাল।।
আমি হতে চাই,উন্মাদ!
তোমার প্রেমে মত্ত মাতাল।
আমি তিন কালের ধারা-
এক কালে আনিব,
আমার মাতলামি দেখে-
অর্ধ মাতাল যেন হয়ে যায়-
পুরা বেসামাল।।
আমি হতে চাই উন্মাদ!
তোমার প্রেমে মত্ত মাতাল।
আমি হরদম প্রেম পিয়ালা-
করিতে চাই পান,
নয় কিঞ্চিত,
পুরুদমে করো মোরে দান।
আমি তোমারে দেখিতে চাই
হৃদয় মাঝারে,
তোমাতে মিশিতে চাই-
গাহিতে চাই তোমার সুরে,
ত্যাজি মিথ্যা মায়ার সুর-তাল।।
আমি হতে চাই উন্মাদ!
তোমার প্রেমে মত্ত মাতাল।
আমি উন্মাদ ভাঙিতে চাই-
সকল সহসা বাঁধ,
আমার লোক লজ্জা ভয়,
দূর করো সংশয়।
আমি তোমাতে নিত্য অহরহ-
হতে চাই লয়।
আমি আপন সত্তা ভুলে-
তোমার সত্তা মূলে,
নাচিতে চাই উত্তাল।।
আমি হতে চাই উন্মাদ!
তোমার প্রেমে মত্ত মাতাল।
আমার সর্বাঙ্গে জাড়ি করো-
তব প্রেম লতিফা,
অহর্নিশি ঝপে হবো দেওয়ানা!
তব প্রেম অজিফা।
আমার আগে-পিছে সব-
করে দাও এককাল।।
আমি হতে চাই উন্মাদ!
তোমার প্রেমে মত্ত মাতাল।
আমার রুপ রস গন্ধে-
ছন্দে-আনন্দে কর মহা মিল,
যেন অগ্নি পবন মৃত্তিকা জল,
এক হয়ে করে প্রেম-সমুজ্জ্বল।
তেমনি সুরা পান করাও মোরে,
হতে চাই পুরা টাল।।
আমি হতে চাই উন্মাদ!
তোমার প্রেমে মত্ত মাতাল।
আজকের মেঘনা প্রতিনিধি :-Mohammad kayum