করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কুমিল্লার মুরাদনগরে সড়কে জীবাণুনাশক স্প্রে ও সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করেছেন মুরাদনগর থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলমের নেতৃত্বে থানা এলাকা থেকে শুরু করে আল্লাহু চত্বর হয়ে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকার সকল সড়ক ও বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে করাসহ উপস্থিত সাধারণ মানুষকে সচেতনতা মূলক পরামর্শ দিয়ে তাদের মাঝে মাক্স বিতরণ করা হয়।
এসময় মুরাদনগর থানার এসআই আবদুল গোফরান, জালাল উদ্দিন, মোস্তফা রেজা, আবদুস সুলতান, এএসআই হানিফ, সাইফুল ইসলাম, বেলাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।