মুরাদনগরে রোজা রেখে কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দিলো সংবাদকর্মীরা

কুমিল্লা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন অর্থ ও শ্রমিক উভয় সংকটে দিশেহারা চাষীরা। সেই সংকটময় সময়ে মুরাদনগরে রোজা রেখে অসহায় কৃষকের ধান কেটে তা মাথায় করে বাড়ী পৌছে দিয়েছে মুরাদনগর প্রেসক্লাবের সংবাদকর্মীরা। মঙ্গলবার সকালে মুরাদনগর প্রেসক্লাবের ১১জন সংবাদকর্মী উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে বিনা পারিশ্রমিকে অসহায় দরিদ্র কৃষক হোসেন মিয়ার জমির ধান কেটে তা মাথায় করে বাড়ী পৌছে দেন।

এসময় ধান কাটায় অংশগ্রহন করেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম আরিফ, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক
বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি ফাহাদ রহমান, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি এইচ এম শুভ, দৈনিক সরেজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ রাসেল
মিয়া, দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি মাহফুজুর রহমান রুবেল, দৈনিক একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি নজুরুল ইসলাম, দৈনিক অগ্নি শিখা পত্রিকার প্রতিনিধি আরিফ গাজী, আমেরিকা বাংলা নিউজের প্রতিনিধি ইমতিয়াজ
হাসান ইমন।দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম আরিফ বলেন, গত কয়েক দিন
আগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কৃষক হোসেন মিয়ার সাথে কথা বলে জানতে পাড়ি জমির ধান কেটে বাড়ী নিয়ে যাওয়ার মত পয়সা নেই তার কাছে। তখন আমি আমার সহকর্মীদের সাথে কথা বলে মানবিক দৃষ্টিকোন থেকেই আমরা জমির ধান কেটে তার বাড়ী পৌছে দেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.